Published : 27 Jun 2023, 08:24 PM
মিউজিক ভিডিওসহ পপ কালচার ফেস্টিভাল ঢাকা সামার কন ২০২৩ এর থিম সং ‘এস্কেপ’ মুক্তি পেয়েছে।
গানটি নির্মাণে হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স এর সঙ্গে তারকা শিল্পী রাফা, শিশির আহমেদ ও ব্ল্যাক জ্যাং যুক্ত ছিলেন।
মঙ্গলবার মিউজিক ভিডিওসহ ‘ঢাকা সামার কন’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গানটি প্রকাশ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ উৎসবের আয়োজক মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
আগামী ১৩, ১৪ ও ১৫ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশের সবচেয়ে বড় এ পপ কালচার ফেস্টিভ্যাল আয়োজন করার কথা আগেই জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং, কে-পপ, হিপ-হপ, আর্টসহ প্রায় সব ধরনের বিনোদনের সমারোহ নিয়ে প্রথমবারের মত এ উৎসব আয়োজন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ প্রতিষ্ঠান মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির দাবি, প্রথমবারের মত কোনো ফেস্টিভালের জন্য এমন ‘থিম সং’ প্রকাশ পেল। এটি ঢাকা পপ কালচার ফেস্টিভ্যালের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে।
গানটি নিয়ে মেকানিক্সের ভোকাল আফতাবুজ্জামান ত্রিদিব বলেন, “মেকানিক্স সব সময় ফ্যানদের নতুন কিছু দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা সামার কনের এই থিম সং নিয়েও আমাদের পরিকল্পনা তেমনি।”
উৎসবের আহ্বাবায় ও মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, “দেশের জনপ্রিয় সকল সংগীত ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ।”
উৎসবের বিস্তারিত তথ্য জানা যাবে তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ https://www.facebook.com/dhakasummercon এবং গানটি শোনা ও দেখা যাবে https://youtu.be/TX3r_rPHA98 ইউটিউব চ্যানেল অথবা এ বছরের ইভেন্ট পেইজে https://facebook.com/events/s/dhaka-summer-con-2023/196643493359105/।