Published : 10 Jul 2025, 04:39 PM
ভারতের হিন্দি সিনেমার অভিনেতা রাজকুমার রাও এবং তার স্ত্রী পত্রলেখা সুখবর দিয়েছেন।
সোশাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তারা বাবা-মা হতে যাচ্ছেন।
দোলনার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট রাজকুমার ও পত্রলেখা যৌথভাবে লিখেছেন, ‘শিশু আসছে’।
এই ঘোষণার পর ভক্ত ও সহশিল্পীদের ভালোবাসায় ভাসছেন এই দম্পতি।
অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, “তোমাদের দুজনের জন্য খুব আনন্দের খবর।”
অভিনেতা বরুণ ধাওয়ান লিখেছেন, “অভিনন্দন বন্ধুরা।”
রাজকুমার ও পত্রলেখার প্রথম দেখা হয় ২০১০ সালে। তাদের প্রেমের পথচলার বয়স এক দশকের বেশি। ২০২১ সালে তারা সাত পাকে বাঁধা পড়েন।
বছরের শুরুর দিকে রাজকুমার ও পত্রলেখা একটি পোস্ট করেছিলেন। সেখাতে তারা জানিয়েছিলেন, তাদের জীবনে আগামীতে বিশেষ কিছু ঘটতে চলেছে, যা তারা সময়মত সবার সঙ্গে ভাগ করে নেবেন।
শুক্রবার মুক্তি পাচ্ছে রাজকুমারের নতুন সিনেমা ‘মালিক’। এই প্রথম অ্যাকশন ঘরানার কাজে পাওয়া যাবে রাজকুমারকে।
এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভারতের পশ্চিম বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।