Published : 10 Jul 2025, 12:09 PM
এক নবজাতককে আলতো করে ধরে থাকা হিন্দি সিনেমার অভিনেতা আমির খানের নতুন একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
সেই ছবি দেখে শিশুটির পরিচায় জানতে কৌতুহল তৈরি হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, শিশুটি তামিল অভিনেতা বিষ্ণু বিশাল ও ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার সন্তান। ২২ এপ্রিল তার জন্ম হয়েছে।
আমির সেই শিশুর নাম রেখেছেন মীরা। নামকরণের উৎসবে হায়দরাবাদে বিষ্ণু ও গুট্টার ডাকে তাদের বাড়িতে গিয়েছিলেন আমির খান।
নামকরণ অনুষ্ঠানের কিছু ছবি গুট্টা শেয়ার করেছেন এক্সে। সেখানে তাদের মেয়ের নাম দেওয়ার জন্য আমিরকে ধন্যবাদ জানিয়েছেন গুট্টা।
Our ‘Mira’!
Couldn’t have asked for more!!
This journey would have been impossible without u Aamir!!
We love you ❤️
P.S
Thank you for the beautiful name!!!! pic.twitter.com/v6Y5cmrTO2
— Gutta Jwala 💙 (@Guttajwala) July 6, 2025
কিছুদিন আগে মুক্তি পেয়েছে আমিরের ‘সিতারে জামিন পার’ সিনেমাটি। ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিস ব্যর্থতার প্রসঙ্গ তুলে সিনেমাটি মুক্তির আগেই আসে সমালোচনা, তৈরি হয় অনিশ্চয়তা। তবে সিনেমা মুক্তির দুই সপ্তাহে আয় দিয়ে বক্স অফিসকে সন্তুষ্ট করেছে ‘সিতারে জামিন পার’।
সিনেমার মূল চরিত্রে আমির খান। তার চরিত্র গুলশান অরোরা একজন বাস্কেটবল কোচ, যিনি জেদি, রাগী। কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক গভীর মানসিক ক্ষত।
এই কোচ গড়ে তোলেন একদল বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড় নিয়ে তৈরি দল। যেখানে প্রত্যেক খেলোয়াড়ের জীবন নিজের ভেতরেই এক একটি যুদ্ধক্ষেত্র।
আমির খান জানিয়ে দিয়েছেন এই সিনেমাটি দেখতে চাইলে প্রেক্ষাগৃহেই দেখতে হবে। কারণ ওটিটিতে ‘সিতারে জামিন পার’ আসবে না।