Published : 02 Oct 2019, 07:44 PM
২ অক্টোবর এটি প্রকাশ পায় সিএমভি’র অফিসিয়াল ইউটিব চ্যানেলে।
মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
নির্মাতা মাহমুদুল হাসান বলেন, "গানের কথার রেশ ধরে একটি গল্প বলার চেষ্টা করেছি আমরা। মৃত্যু কেমন করে একটি অনবদ্য প্রেমের ইতি টানে, সেই গল্পটাই রয়েছে এখানে। গানটি অসম্ভব সুন্দর। মডেলরাও ভালো অভিনয় করেছেন। আশা করছি সবার হৃদয়ে ভালোবাসার নীল বেদনা ছড়াবে কাজটি।"