Published : 09 Nov 2022, 10:06 PM
এক সময় নায়ক হয়ে বলিউডে দাপড়ে বেড়িয়েছেন, এখন অভিনয়ে থাকলেও আগের মতো নয়; এমন চারজন মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, সানি দেওল ও সঞ্জয় দত্ত একত্রে আসছেন একটি সিনেমায়।
গত শতকের নব্বইর দশকের এই নায়কদের এক সিনেমায় আসার খবর বুধবার দিয়েছে বলিউড হাঙ্গামা। সেই সঙ্গে চার তারকার ফার্স্ট লুক প্রকাশের খবরও জানিয়েছে।
বর্ষীয়ান এই তারকাদের ফার্স্টলুকে দেখা যাচ্ছে, তারা পাশাপাশি বসে আছেন। সেখানে সঞ্জয়কে অনেকটা তার ২০০০ সালের সিনেমা ‘কাঁটে’র চরিত্রের মতোই লাগছে।
গলায় একটি ছোট স্কার্ফ বেঁধে জ্যাকি তার ‘হিরো’র জনপ্রিয় লুকই যেন ফিরিয়ে আনতে চাইছিলেন। দাড়ি ও লম্বা চুলে দেখা গেছে ‘বেতাব’র সানিকে। আর ‘ডিসকো ডান্সার’ মিঠুনকে বরাবরের মতোই ‘টক-ঝাল-মিষ্টি’ অবস্থায় পাওয়া গেছে।
বুধবার ইনস্টাগ্রামে সিনেমার লুক পোস্ট করে জ্যাকি শ্রফ লিখেছেন, “শুটিংয়ে ধামাকা, কিন্তু অটুট বন্ধুত্ব।” সানি দেওলও একই কথা লিখে ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন।
সিনেমা ভক্তদের অনেকেই বড় পর্দায় চারজন জনপ্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
একজন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন-‘এমন একটা সিনেমার অপেক্ষায় ছিলাম।” আরেকজন আশির দশকের ‘নস্টালজিয়া ফিরিয়ে দেওয়ার জন্য’ ধন্যবাদ দিয়েছেন।
সিনেমাটি নাম গোপন রাখা হলেও নির্মাতা বিবেক চৌহান জানিয়েছেন, একটি বিনোদনমূলক অ্যাকশন পেতে যাচ্ছে দর্শকরা।
এই সিনেমা দিয়েই বলিউডে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করবেন বিবেক। এর আগে তিনি টিভি শো এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
নার্গিস-সুনীলের ছেলে সঞ্জয় দত্ত সিনেমায় এখনও সক্রিয় থাকলেও অন্য তিনজন অনেকটাই অনিয়মিত।
ধর্মেন্দ্রপুত্র সানিকে এই বছর মুক্তি পাওয়া সিনেমা ‘চুপ-রিভেঞ্জ অফ অ্যান আর্টিস্ট’ এ শেষ দেখা গিয়েছিল। হালের নায়ক টাইগার শ্রফের বাবা জ্যাকিকে সদ্য মুক্তি পাওয়া ’ফোনভুত’ এ ছিলেন। মিঠুন এখন রাজনীতির মঞ্চেই বেশি সময় দিচ্ছেন।