Published : 10 Jul 2025, 09:40 PM
পিরোজপুরে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দুটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।
বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হলে বরিশাল বিভাগের কোনো শিক্ষার্থী পাস না করা ১৬টি বিদ্যালয়ের তালিকায় ওই বিদ্যালয় দুটির নাম পাওয়া যায়।
বিদ্যালয় দুটি হল- সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।
জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১২ জন এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল।
কিন্তু বিদ্যালয় দুটি থেকে এ বছর এসএসসি পরীক্ষায় পাঁচজন করে মোট ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কিন্তু তাদের কেউ পাস করেনি। এমপিওভুক্ত বিদ্যালয় দুটিতে ১০ জন শিক্ষক আছেন।
জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার বলেন, “পরীক্ষায় অংশগ্রহণ করা সব ছাত্রী বিবাহিত হওয়ায় ঠিকমতো ক্লাসে আসেনি এবং ঠিকমত লেখাপড়া করতে পারেনি। এ কারণেই ফলাফল বিপর্যয় হতে পারে।”
মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, “গ্রাম পর্যায়ের স্কুল হওয়ায় সবাই নিয়মিত ক্লাস করে না। এরা বাসায়ও ঠিকমত পড়াশোনা করে না। যার ফলে উত্তীর্ণ হতে পারেনি।”
পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই ।