Published : 17 May 2025, 01:32 PM
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার পেরিরচর বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার পেরিরচর গ্রামের লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) এবং একই গ্রামের মজিবুর রহমের ছেলে তানজিদ (১৮)।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার দুপুরে পাপ্পু ও তানজিদ মাছ ধরতে বিলে যান। পরে তারা আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর সকালে বিলের পাশে একটি গাছের নিচে দগ্ধ অবস্থায় তাদের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
ওসি আমিনুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের পর থেকে শনিবার সকাল পর্যন্ত এলাকায় থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময়ের মধ্যে ওই দুইজন বজ্রপাতে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।