Published : 20 Jun 2025, 08:25 PM
ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড ঘিরে সরকারের দেওয়া বার্তা নিয়ে শিগগিরই বিএনপি অবস্থান স্পষ্ট করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, “এখন বিএনপি ইশরাক ইস্যু নিয়ে চিন্তা করবে এবং নিজের অবস্থান স্পষ্ট করবে। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোনো সুযোগ নেই।”
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে শুধু জাতীয় নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে।”
১৫ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে একটি সভা করেন ইশরাক হোসেন। সভার ব্যানারে তার নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’ উল্লেখ ছিল। এরপরও একাধিক মতবিনিময় সভায় অংশ নেন তিনি, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
এ বিষয়ে বিএনপি নেতা আবদুস সালাম বলেন, “সরকারের পক্ষ থেকে বার্তা এসেছে। বিএনপি অবশ্যই নিজের বক্তব্য স্পষ্ট করবে।”
আগামী জাতীয় নির্বাচনের প্রচারপদ্ধতি নিয়েও কথা বলেন আবদুস সালাম। তিনি বলেন, “নির্বাচনে যেন কালো টাকার ব্যবহার না হয়, সেদিকে যেমন লক্ষ্য রাখতে হবে, তেমনি প্রচার যেন বাধাগ্রস্ত না হয়, সেটিও গুরুত্ব দিতে হবে।”
সীমান্ত দিয়ে ভারতীয়দের ‘পুশ ইন’ ইস্যুতেও উদ্বেগ জানান তিনি। বলেন, “ভারত যদি কাউকে ফেরত পাঠাতে চায়, তাহলে তা সরকারকে জানিয়ে করবে। এভাবে ‘পুশ ইন’ করা অনুচিত।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন, রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল হক টুকু। এতে সভাপতিত্ব করেন গৌরাঙ্গদেব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিদ্যুৎ নারায়ণ সরকার।