Published : 14 Nov 2024, 10:31 PM
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার গুনিয়াউক থেকে নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ওসি সফিকুল ইসলাম জানান।
আহত গুনিয়াউক গ্রামের বাসিন্দা ও নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন আহমেদ দানু (৫২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শাহাবুদ্দিন আহমেদ দানু সাংবাদিকদের বলেন, “স্কুলে যাওয়ার পথে ওত পেতে থাকা কয়েকজন দা ও রড নিয়ে আমার ওপর হামলা করে। হামলার সময় তারা আমার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকলে আমি অজ্ঞান হয়ে পড়ি। তখন লোকজন আমাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে।”
কী কারণে হামলা করা হয়েছে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, “স্থানীয় জালাল উদ্দিন গেদুর নেতৃত্বে আহাদ মিয়া, সেনু মিয়া, তোফাজ্জল মিয়াসহ পাঁচ-ছয়জন অস্ত্রধারী হামলা করেছে। এরা সবাই মাদকাসক্ত।”
নাসিরনগর থানার ওসি সফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে শাহাবুদ্দিন আহমেদ দানু বলেছেন, সুস্থ হয়ে তিনি মামলা করবেন।”