Published : 09 May 2024, 04:49 PM
ঝালকাঠির সদর উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৮ সিপিএসসি কোম্পানির সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম।
গ্রেপ্তার গৌতম মজুমদার (৩৭) ওই উপজেলার হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তনের সহকারী শিক্ষক।
বিজ্ঞপ্তিতে সিনিয়র এএসপি ফয়জুল বলেন, “গৌতম এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করেন। পরে ৩ মে সকালে কৌশলে ওই ছাত্রীকে নিজ ভাড়া বাসায় ডেকে নিয়ে জোর করে একাধিকবার ধর্ষণ করেন।
“এক পর্যায়ে ওই ছাত্রী বাড়ি ফিরতে দেরি করলে তার বাবাসহ অন্যান্য স্বজনরা গৌতমের ভাড়া বাসায় গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। তবে গৌতম ধর্ষণের ভিডিও ও আপত্তিকর ছবি তুলে নিজের ব্যক্তিগত মোবাইল ও ল্যাপটপে সংরক্ষণ করে রাখেন। এ ঘটনায় স্কুলছাত্রী ও তার পরিবার আইনের আশ্রয় নিতে চাইলে ধারণকৃত ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেন গৌতম।”
পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন বলে জানান তিনি।
র্যাবের এই কর্মকর্তা বলেন, এ ঘটনার ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে বুধবার রাতে শিক্ষক গৌতমকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, থানায় করা মামলায় বৃহস্পতিবার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।