Published : 15 Oct 2024, 08:08 PM
দুই হাত নেই। ডান পা নেই, রয়েছে শুধু বাম পা, তাও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। আঙুলের ফাঁকে কলম রেখে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন প্রতিবন্ধী রাসেল মৃধা। তার স্বপ্ন এবার উচ্চ শিক্ষা গ্রহণ।
নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে রাসেল আলিম পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন জানান।
রাসেল মৃধা উপজেলার শোলাকুড়া এলাকার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। পরিবারের টানাপড়েনের মধ্যেও পড়াশোনার প্রতি রাসেলের আগ্রহ দেখে দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি। এর আগে দাখিল পরীক্ষায়ও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন রাসেল।
পরীক্ষায় ভালো ফল করতে পেরে খুশি রাসেল। সরকারের কাছে চাকরির আবেদন জানিয়ে হাসিমুখে তিনি বলেন, “আমার লেখাপড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান মা-বাবার। তাদের পাশাপাশি শিক্ষকরাও আমাকে সহযোগিতা করেছেন। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।”
রাসেলের বাবা আব্দুর রহিম মৃধা বলেন, “লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুর করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। তার ফলাফলে আমরা খুবই আনন্দিত।
“কষ্ট করে হলেও ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। সরকারের কাছে একটাই দাবি, লেখাপড়া শেষে রাসেলকে একটি চাকরি দিয়ে যেন জীবিকার পথ করে দেয়।”
শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোতাররফ হোসেন বলেন, রাসেল মৃধা বিগত পরীক্ষাগুলোতে কৃতিত্বের সঙ্গে পাশ করেছে। এবার আলীম পরীক্ষাতেও সে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।