Published : 24 Sep 2016, 05:45 PM
শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশা ইউনিয়নে ১০ টাকা কেজি চাল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রেলপথের উন্নয়নে বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশের রেলওয়েরও উন্নয়ন করা হবে।
এছাড়া দেশের সকল রেললাইনকে ডাবল লাইনে উন্নীত করা হবে বলেও তিনি জানান।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে কোথাও এখন আর খাদ্যের জন্যে মানুষ মরে না, খাদ্যের জন্য হাহাকার নাই।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সোবহান হাসান, পৌর মেয়র মো. মিজানুর রহমান মিজান, বাতিশা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু প্রমুখ।