Published : 16 Nov 2016, 07:54 PM
মৃত জেহাদী হোসেন উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় গ্রামের আবু হাসান ও ইনছেনা বেগম দম্পত্তির ছেলে।
বুধবার বেলা ১২টার দিকে বড়াইবাড়ি কলতারপাড় এলাকার একটি ডোবা থেকে শিশু লাশ উদ্ধার করা হয় বলে আদিতমারী থানার পরিদর্শক ফিরোজ কবির জানান।
পলাশী ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান আসাদ জানান, শিশুর বাবা আবু হাসান ঢাকায় রিকশা চালায়। জেহাদীকে সঙ্গে নিয়ে বাড়িতে থাকত মানসিক প্রতিবন্ধী মা ইনছেনা বেগম (২৩)।
“বুধবার সকালে জেহাদী কান্না করায় ক্ষিপ্ত হয়ে মা ইনছেনা শিশুর মুখে কাপড় ভরে দিয়ে ডোবায় ফেলে দেয়। এরপর ইনছেনা সন্তানের জন্য চিৎকার করলে স্থানীয়রা এক পর্যায়ে ডোবায় শিশুটির লাশ দেখতে পায়।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইনছেনাকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক ফিরোজ।