Published : 31 Oct 2017, 05:30 PM
ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করেন বলে মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম থানার এসআই ফজলুল হক জানান।
আসামিরা হলেন উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে মহিউদ্দিন (২০) ও আলী নেওয়াজের ছেলে জালাল উদ্দিন (২০)।
পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান এসআই ফজলুল।
মেয়েটির বাবা বলেন, সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে রোববার সকালে মহিউদ্দিন ও জালাল পূর্ব পরিকল্পিতভাবে রাস্তা থেকে জোরপূর্বক অটোরিকশায় তুলে কাঁঠালিয়া সীমান্তে নিয়ে যায়। সেখানে জঙ্গলের ভেতর নিয়ে দুজনে ধর্ষণ করে মেয়েকে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় সোমবার রাতে দুইজনকে আসামি করে মামলা করেছেন বলে জানান তিনি।