Published : 19 Apr 2018, 12:49 AM
বুধবার রাত সোয়া ৯টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাজারের সামনে বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ল্যান্স নায়েক আবুল কালাম চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিজিবি বিওপিতে (ক্যাম্পে) কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে মহাসড়কে বিজিবির টহলকালে বিজিবির ল্যান্স নায়েক কালাম একটি সন্দেহজনক অটোরিকশায় তল্লাশি চালাচ্ছিলেন।
“এ সময় বেপরোয়া গতিতে চট্টগ্রামুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ারসহ বিবিজির পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
কালামের লাশ ময়নামতি সিএমএইচে রাখা হয়েছে।