Published : 13 Aug 2018, 06:27 PM
সোমবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক আবদুল মান্নান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. আজাদ হোসেন (৩৫) ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
মামলার শুরু থেকেই তিনি পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, যৌতুক নিয়ে ২০০৯ সালের ২৭ মে রাতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয় আজাদের। এক পর্যায়ে ঘরে থাকা গরম পানি স্ত্রীর গায়ে ঢেলে দেন তিনি।
এ ঘটনায় পরদিন সেলিনার বড় বোন স্বপ্না বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৬ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।