Published : 29 Mar 2019, 12:24 PM
শুক্রবার ভোরে উপজেলার কালীবাজারের পশ্চিম গলিতে ভোর সাড়ে তিনটার দিকে লাগা এ আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
“ভোর ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জাকির খানের কাপড়ের দোকান, আব্দুর রাজ্জাকের ব্রয়ালার মুরগীর খাবারের দোকান ও আলী ইলেকট্রনিক্স হাউস, কাউছার পাটওয়ারীর কোকারিজ দোকান-২, হেলালের মুরগীর দোকান ও শহীদের প্লাস্টিকের দোকান পুড়ে যায়।”
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এ ব্যবসায়ী দাবী করলেও তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।