Published : 28 Sep 2019, 09:37 AM
শুক্রবার সকালে ধুনটের গোসাইবাড়ীর গুয়াডহরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন ধুনট উপজেলার ফকির পাড়া গ্রামের মৃত রন্জু মিয়ার ছেলে মাহী (১৪) এবং বড় চাপড়া গ্রামের মৃত খোকার ছেলে রায়হান(৩০)।
দুর্ঘটনায় আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ মন্ডল জানান, দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। ভর্তির পর মাহী ও রায়হান মারা যান।