Published : 24 Aug 2024, 06:54 PM
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় টেঁটা দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ফরিদগঞ্জ থানার ওসি মো. হানিফ সরকার জানান।
নিহত মো. সজীব হোসেন (২৩) ওই গ্রামের মো. আব্বাস ব্যাপারীর ছেলে।
তিনি বাড়ির পাশের একটি পুকুরে রাতে মাছ শিকার করতে যান।
আব্বাস বেপারী বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে বাড়ির আশপাশে পানি বেড়ে যাওয়া রাতে টেঁটা নিয়ে একটি পুকুরে মাছ শিকার করতে যান তার ছেলে। কিন্তু এরপর সে আর বাড়ি ফিরেনি।
তার ছেলে ছয় মাস আগে বিয়ে করেন বলে জানান আব্বাস বেপারী।
স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন বলেন, “সকালে সজীবের স্বজন ও স্থানীয়রা মিলে তাকে অনেক খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির কাছে ওই পুকুরের পাশে জলাশয়ে সজীবের লাশ ভাসতে দেখেন এক নারী।”
ওসি হানিফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজীবের লাশ উদ্ধার করা হয়েছে। সজীব মৃগী রোগী ছিলেন। তার বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।