Published : 15 May 2025, 11:10 AM
চুয়াডাঙ্গায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকার একটি আমবাগানের গাছ থেকে আম নামিয়ে উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গা জেলায় গুটি আটি আম সংগ্রহ শুরু হল। আগামী ২০ মে হিমসাগর, ২৮ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি ও ২৮ জুন আশ্বিনা এবং বারিফোর আম সংগ্রহ করা হবে।
তিনি আরও বলেন, “ভোক্তার হাতে নিরাপদ আম পৌছে দিতে হবে। কোনোভাবেই আমে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা যাবে না।”
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার ।
তিনি বলেন, এ বছর জেলায় দুই হাজার ৩০০ হেক্টর জমিতে আমবাগান আছে। এসব বাগান থেকে ৩৪ হাজার ৫০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাগান মালিক কুদ্দুস মহলদার।