Published : 06 Jul 2025, 08:28 PM
ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাত থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় নিলেও বাঁচতে পারেননি এক বাবা ও তার ছেলে।
রোববার বিকালে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে মো. গোলাম মোস্তফা (৪৮) ও তার ৮ বছর বয়সী ছেলে নাঈম।
গোলাম মোস্তফার চাচা মো. রফিকুল ইসলাম বলেন, বিকালে মোস্তুফা বাড়ির কাছেই নিজের বীজতলায় কাজ করছিল। রৌদ্রোজ্জল দিন থাকলেও হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এ সময় ঝিরঝির বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শব্দ হয়।
“বজ্রপাতের শব্দ শুনে মোস্তফা ছেলের নিরাপত্তা দিতে বীজতলা থেকে উঠে পাশের একটি জাম গাছের নিচে আশ্রয় নিতে যাচ্ছিল। এর মধ্যে বিকট শব্দে বজ্রপাত পড়ে জামগাছের ওপর। এতে গাছের বড় একটি ডাল ভেঙে বাবা-ছেলের ওপর পড়ে।”
এতে দুজনেই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাবা ও ছেলে দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ বিষয়ে ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।