Published : 31 Dec 2022, 04:28 PM
জামালপুরে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
শনিবার দুপুরে জামালপুর সদরের সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন।
এ সময় তিনি বলেন, খাদ্য গুদামে ধান-চাল দিতে গিয়ে কোনো কৃষক বা চালকল মালিক যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ থাকতে হবে।
জামালপুর জেলা চালকল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু সাংবাদিকদের বলেন, “সরকার নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করতে সামান্য লোকসান হবে। তারপরও সরকারের খাদ্য সংগ্রহ অভিযান যাতে সফল হয় তার জন্য মিল মালিকরা চাল সরবরাহ করছেন।”
জেলা খাদ্য কর্মকর্তা সফি আফজালুর রহমান সাংবাদিকদের জানান, চলতি মৌসুমে জেলায় ১৪ হাজার ৮৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার চুক্তিবদ্ধ ১৩০টি চালকলের মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন।
এ ছাড়া চলতি মৌসুমে জামালপুর জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৪৮ মেট্রিক টন। একজন কৃষক তিন টন করে ধান সরবরাহ করতে পারবেন।
চলতি মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি চাল ৪২ টাকা এবং প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ টাকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউিএনও) লিটুস লরেন্স চিরান, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু।