চ্যাম্পিয়ন্স লিগ
Published : 31 May 2025, 08:03 AM
সেরি আয় রোমাঞ্চকর শিরোপা লড়াইয়ে শেষ দিনে জিতেও একরাশ হতাশায় মাঠ ছাড়তে হয়েছিল। তার আগে কপাল পুড়েছিল ইতালিয়ান সুপার কাপের ফাইনালে। এবার আরও বড় উপলক্ষ, সবচেয়ে বড় ফাইনাল, ইউরোপ সেরা হওয়ার হাতছানি। সামনে ইউরোপের আরেক সেরা দল পিএসজি। দিতে হবে ভীষণ কঠিন পরীক্ষা। তবে এবারের পরীক্ষায় জয়ের প্রশ্নে আত্মবিশ্বাসে ভরপুর ইন্টার মিলান তারকা লাউতারো মার্তিনেস।
এবারের সেরি আয় নাপোলির সঙ্গে শিরোপা লড়াই দারুণ জমে উঠেছিল ইন্টার মিলানের। কিন্তু শেষ দিনে শিরোপা ভাগ্য তাদের হাতে ছিল না। তাইতো শেষ রাউন্ডে নিজেদের ম্যাচে জিতলেও প্রতিপক্ষের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে শিরোপা-হাসি হাসতে পারেনি মিলানের দলটি।
তার আগে জানুয়ারিতে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে তারা হেরেছিল এসি মিলানের বিপক্ষে, ৩-২ গোলে। আর এপ্রিলে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হেরেই বিদায় নেয় ইন্টার।
তবে সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে এগিয়ে যায় দলটি। একে একে সব বাধা পেরিয়ে, সেমি-ফাইনালে বার্সেলোনার বিপক্ষে দুই লেগের মহাকাব্যিক লড়াইয়ে জিতে জায়গা করে নেয় ফাইনালের মঞ্চে। সেই লড়াইয়েই শনিবার পিএসজির মুখোমুখি হবে তারা।
আগের দিন সংবাদ সম্মেলনে মার্তিনেস উপস্থিত হতেই একের পর এক প্রশ্ন হতে থাকল। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও দুবারের কোপা আমেরিকা জয়ী ফরোয়ার্ড দৃঢ় কণ্ঠে জানালেন নিজেদের স্বপ্নের কথা। ব্যক্তিগত অধরা এই শিরোপা জয়ের প্রত্যয় ঝরল উঠল তার কণ্ঠে।
“আমি সবসময় বলি, প্রতিটি ম্যাচই আমাদের জন্য একটা ফাইনালের মতো হতে হবে। আর এটা সত্যিকারের ফাইনাল, (মৌসুমের) শেষ ম্যাচ এবং যেই জিতবে তাদের লক্ষ্য পূরণ হবে। এর মাহাত্মটাই অন্যরকম। এখানে গুরুত্বপূর্ণ হলো, যেটা আমাদের এ পর্যন্ত নিয়ে এসেছে সেই কাজটা ঠিকভাবে করার।”
“আমাদের সামনে এমন এক প্রতিপক্ষ, যাদেরকে আমরা সম্মান করি। তবে আমরা আমাদের অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করতে পারব। ম্যাচটি জয়ের জন্য আমাদের এ বিষয়ে ভাবতে হবে।”
সবশেষের এই মঞ্চে সাফল্য মুঠোবন্দি করতে করণীয় কী, এ ব্যাপারে নিজের কাছে পরিষ্কার এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৯টি গোল করা মার্তিনেস। সতীর্থদেরকেও পথ বাতলে দিলেন ইন্টার মিলান অধিনায়ক।
“আগেও যেমনটা বলেছি, আমাদের নিখুঁত ম্যাচ খেলতে হবে, প্রতিটি ক্ষেত্রে। এটা শেষ ম্যাচ, এটা ফাইনাল এবং যারা জিতবে তারাই চূড়ান্ত লক্ষ্যে জয়ী হবে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যথাসম্ভব সেরা উপায়ে ম্যাচটির জন্য আমাদের প্রস্তুত হতে হবে…পিএসজি যে কাজটা সবচেয়ে ভালোভাবে করে সেটা করতে তাদের বাধা দিতে হবে এবং ভালো পারফরম্যান্স করতে হবে।”
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে শিরোপা লড়াই।
আরও পড়ুন :
দেম্বেলে-মার্কিনিয়োসদের যে চ্যালেঞ্জ দিলেন পিএসজি কোচ
স্বপ্ন ছোঁয়ার দ্বিতীয় সুযোগ কিছুতেই হারাতে রাজি নন মার্কিনিয়োস
দেম্বেলের মনের কোণে ব্যালন দ’র, ভাবনায় শুধুই চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি