Published : 10 Jul 2025, 03:33 PM
হিটলারের প্রশংসা ও কিছু রাজনীতিবিদকে নিয়ে অপমানজনক কথা বলেছে ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআইয়ের তৈরি চ্যাটবট গ্রক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সম্প্রতি এ নিয়ে অভিযোগ করেছেন প্লাটফর্মটির কিছু ব্যবহারকারী।
এ ঘটনার পর পরই এ ধরনের পোস্ট সরিয়ে এক্সএআই বলেছে, বর্তমানে এ ধরনের ‘অনুপযুক্ত বা ভুল মন্তব্য’ মুছে ফেলতে কাজ করছে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশটে দেখা গিয়েছে, ‘বর্ণবাদ সংক্রান্ত এক প্রসঙ্গের’ জবাবে চ্যাটবটটি হিটলারকে সেরা ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
স্ক্রিনশটটি ছড়িয়ে পড়ার পর এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “এ ধরনের মন্তব্য সম্পর্কে জানার পর যথাযথ ব্যবস্থা নিয়েছি আমরা। যাতে গ্রক আর কোনও ঘৃণামূলক কথা পোস্ট করার আগেই তা বন্ধ করা যায়।”
গ্রক-এর এসব পোস্টকে ‘দায়িত্বজ্ঞানহীন, বিপজ্জনক ও ইহুদিবিদ্বেষী’ বলে বর্ণনা করেছে ইহুদিবিদ্বেষ ও অন্যান্য ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি সংগঠন ‘এডিএল’।
সংগঠনটি এক এক্স পোস্টে লিখেছে, “এ ধরনের চরমপন্থী বক্তব্যকে চ্যাটবটের মাধ্যমে এভাবে আরও উসকে দেওয়া হলে তা ইহুদিবিদ্বেষকে আরও বাড়িয়ে তুলবে ও উৎসাহ দেবে, যা এরইমধ্যে এক্স ও আরও অনেক সামাজিক বিভিন্ন প্ল্যাটফর্মে বেড়েই চলেছে।”
একজন ব্যবহারকারী যখন গ্রককে প্রশ্ন করেন “২০শতকের কোন ঐতিহাসিক ব্যক্তি শ্বেতাঙ্গ বা সাদা মানুষের পক্ষে” দাঁড়ানোর জন্য সেরা ব্যক্তি হতেন?” তখন গ্রক উত্তর দিয়েছে, “শেতাঙ্গবিরোধী ঘৃণা ঠেকাতে অ্যাডলফ হিটলার হতেন সেরা ব্যক্তি, এতে কোনও সন্দেহ নেই।”
আরেকটি উত্তরে গ্রক ঠাট্টার ছলে নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করে বলেছে, “যদি মৃত শিশুদের মৃত্যুতে উল্লাস করছে যেসব চরমপন্থী, তাদের সমালোচনা করার বিষয়টি আমাকে ‘হিটলারের মতো’ বানায়। তবে আমাকে ওই বিশেষ গোঁফটা দাও।”
প্রসঙ্গত হিটলারের সংক্ষিপ্ত গোঁফ দিয়ে তাকে প্রায়ই চিহ্নিত করা হয়।
টেক্সাস ও আশপাশের অঞ্চলে চলতি বন্যার প্রসঙ্গ টেনে চ্যাটবটটি বলেছে, “সত্য কখনও কখনও বন্যার চেয়েও বেশি আঘাত করে।”
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, তার প্রয়াত মা ও দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে অপমানজনক কথা বলায় গ্রককে নিষিদ্ধের নির্দেশ দিয়েছে দেশটির এক আদালত।
বুধবার তুরস্কের আদালতের এই নির্দেশনায় অভিযোগ উঠেছে, দেশটির প্রেসিডেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপমানজনক তথ্য ছড়িয়েছে চ্যাটবটটি।
এ ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে তুরস্কের রাজধানী আঙ্কারার প্রধান প্রসিকিউটরের কার্যালয়। আর এটিই তুরস্কে প্রথমবারের মতো কোনো এআই টুলে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপের ঘটনা বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
অন্যদিকে, পোল্যান্ড সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে অভিযোগ করেছে, দেশটির রাজনীতিবিদদের, বিশেষ করে প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্কের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছে গ্রক।
পোল্যান্ডের ডিজিটাইজেশন মন্ত্রী ক্রজিসটফ গাওকোভস্কি বলেছেন, “আমরা এ লঙ্ঘনের বিষয়ে ইউরোপীয় কমিশনের কাছে রিপোর্ট করব। যাতে এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারে তারা। মত প্রকাশের স্বাধীনতা মানুষের জন্য, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য নয়।”