Published : 02 Sep 2016, 10:50 PM
সম্প্রতি ফাঁস হওয়া কিছু ছবিতে তারবিহীন ওই হেডফোন দেখা যায় বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এই ইভেন্টে অ্যাপল আইফোন ৭ আনতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। সেইসঙ্গে আইফোনের সম্ভাব্য পরিবর্তনগুলো নিয়েও হচ্ছে নানা আলোচনা। এই পরিবর্তনগুলোর মধ্যে বড় একটি বিষয় হচ্ছে নতুন আইফোনে কোনো হেডফোন জ্যাক 'না থাকার' ধারণা। যদি অ্যাপল এই প্রচলিত হেডফোন জ্যাক থেকে সরে আসে, তবে হেডফোন-কে ফোনের সঙ্গে ব্লুটুথ বা অন্য কোনো মাধ্যমে যুক্ত হতে হবে। এই যখন অবস্থা, তখন তারবিহীন এই হেডফোনের ছবি যে গুজবের আগুনে নতুন করে ঘি ঢেলে দিল তা আর বলার অপেক্ষা রাখে না।
নতুন এই হেডফোন কই ব্লুটুথ নাকি বিটস লাইটনিং পোর্টযুক্ত নতুন কোনো হেডফোন আনবে তা এখনও স্পষ্ট নয়।
নতুন এই ছবি একটি ইমেইল থেকে ফাঁস হয়। ওই মেইল বিট'স-এর গণযোগাযোগ বিভাগ থেকে ফরাসী ভাষাভাষী সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছিল। এটি অ্যাপল ইভেন্টের আমন্ত্রণ জানাতে পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ওই মেসেজের বিষয়বস্তু উল্লেখ করা ছিল- 'অ্যাপল কিনোট', এ কারণে ধারণাটা আরও পোক্ত হয়। তবে, এরপর সেখানে ফরাসী ভাষায় বলা হয়, "বিটস-এর নতুন পণ্য আবিষ্কার করুন।"
এরপর সংবাদমাধ্যমগুলোকে ৭ সেপ্টেম্বরের ইভেন্টের আমন্ত্রণ জানিয়ে পাঠানো মেইলের সবই ওই মেইলে পাওয়া যায়।
এতসব আলোচনা, গুঞ্জন, তর্ক- সব কিছুর সমাপ্তি টানতে অপেক্ষায় থাকতে হবে আরও কিছু দিন। ৭ সেপ্টেম্বর-ই সব ঘটবে প্রতিবছরের মতো এবারও অ্যাপল ইভেন্টের আগে শুরু হওয়া সব জল্পনার অবসান।