Published : 03 Nov 2016, 06:22 PM
নতুন এই সফটওয়্যার হচ্ছে ক্লাউডভিত্তিক সফটওয়্যার, যা মাইক্রোসফট অফিস ৩৬৫ সার্ভিসের অংশ। এই সফটওয়্যারে মাসিক প্রায় ৮৫০ লাখ স্বক্রিয় বাণিজ্যিক ব্যবহারকারী রয়েছেন।
চলতি বছর অক্টোবর পর্যন্ত হিসাব অনুযায়ী, স্ল্যাকের প্রায় ৪০ লাখ দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল। যাদের মধ্যে সিবিএস কর্পোরেশন, বাজফিড, বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর মার্কিন সরকারও রয়েছে।
স্যান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান স্ল্যাক, বুধবার মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এ এই বাজারে মাইক্রোসফটের প্রবেশ নিয়ে একটি পূর্ণ পৃষ্ঠা বিজ্ঞাপন বের করে।
"আমরা এমন প্রতিযোগিতার বিষয়ে সত্যিই উত্তেজনা বোধ করছি," ওই বিজ্ঞাপনে বলে স্ল্যাক।
মাইক্রোসফট জানিয়েছে, বুধবার থেকে চালু করা অফিস ৩৬৫-এর ব্যবসায়িক পরিকল্পনার সঙ্গে বাণিজ্যিক গ্রাহকরা শীঘ্রই মাইক্রোসফট 'টিমস'-এর প্রিভিউ পাবেন।