Published : 10 Nov 2016, 04:59 PM
চলতি বছর অক্টোবরে অনেকটা বিস্ময়করভাবেই মিস্ত্রি টাটা সন্স-এর চেয়ারম্যান পদ থেকে ক্ষমতাচ্যুত হন এবং রতন টাটা-কে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয়। একইভাবে টিসিএস থেকেও তাকে সরিয়ে দেওয়া হল। দুই পক্ষের মধ্যে শুরু হওয়া তিক্ত যুদ্ধের পরিণতি হিসেবেই এই পদক্ষেপকে দেখছেন সবাই, জানিয়েছে রয়টার্স।
আইনজীবীরা জানান, অন্যান্য যেসব উদ্যোগে টাটা সন্স-এর মালিকানা তুলনামূলক কম সেসবের চেয়ে টিসিএস-এর ৭০ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রক এই প্রতিষ্ঠানটির পক্ষে মিস্ত্রি-কে সফটওয়্যার এবং সেবা প্রতিষ্ঠানের সভাপতি থেকে সরানো অনেক সহজ হবে।
“মিস্ত্রি-কে প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদের সভাপতি হতে নিবৃত করা হয়েছে এবং হুসেইন প্রতিষ্ঠানটির নতুন সভাপতি”- বলে টিসিএস। “যতদিন না স্থায়ী কারও নাম ঘোষণা করা হচ্ছে ততদিন হুসেইন টিসিএস-এর সভাপতি হিসেবে বহাল থাকবেন”-যোগ করে তারা।
এদিকে, টাটা সন্স শেয়ারধারীদের একটি বিশেষ সাধারণ সভার আহ্বান করেছে যেখানে টিসিএস-এর পরিচালক পদ থেকে মিস্ত্রি'র অপসারণের প্রস্তাব বিবেচনা করা হবে।
ইশাত হুসেইন টাটা স্টিল, এয়ার কন্ডিশনার এবং প্রকৌশলসংক্রান্ত সহযোগী প্রতিষ্ঠান ভোল্টাস লিমিটেডসহ বিভিন্ন টাটা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভোল্টাস এবং স্যাটেলাইট টেলিভিশন সেবাদাতা প্রতিষ্ঠান টাটা স্কাই-এর সভাপতি হিসেবে আছেন।
মিস্ত্রি এবং টাটা সন্স-এর মধ্যে ঘটে যাওয়া প্রকাশ্য বিবাদ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যা তাকে এবং সেই সঙ্গে তার ঘনিষ্ঠ কিছু সহযোগীকেও প্রতিষ্ঠান থেকে দূরে ঠেলে দেওয়ার নির্ণায়ক হিসেবে কাজ করেছে।
টাটা সন্স-এর ১৮.৪১ শতাংশ শেয়ারের মালিক মিস্ত্রি পরিবার। এখনও তিনি কিছু মূল তালিকাভুক্ত প্রতিষ্ঠান যেমন ইন্ডিয়ানস হোটেল, টাটা মোটর্স এবং টাটা স্টিল এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত লেনদেনের তথ্য অনুযায়ী টিসিএস-এর ৭৩.২৬ শতাংশ শেয়ারের মালিক হল টাটা সন্স। এই বছর টাটা কনসালটেন্সি সার্ভিসেস-এর শেয়ার মূল্য ১১ শতাংশ কমেছে।