Published : 12 Jan 2017, 04:41 PM
মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের চালকবিহীন গাড়ির মতোই দেখতে নতুন এই ‘আরমা’ শাটল। এটি প্রস্তুত করেছে ফরাসি প্রতিষ্ঠান ‘নাভায়া’, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
লাস ভেগাসের নির্দিষ্ট কিছু রাস্তায় সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামূল্যে যাত্রীসেবা দেবে এই আরমা। গাড়িটি ঘন্টায় সর্বোচ্চ ২৭ মাইল বেগে চলতে পারলেও পরীক্ষার সময় এটির সর্বোচ্চ গতি রাখা হবে ঘন্টায় ১২ মাইল।
আপাতত পরীক্ষামূলকভাবে চালনা শুরু করলেও লাস ভেগাস-এর মেয়র ক্যারোলিন গুডম্যান আশা করছেন এই গ্রীষ্মের মধ্যেই যত দ্রুত সম্ভব বা বসন্তের শুরুতেই এ ধরনের অনেকগুলো ‘আরমা’ গাড়ি রাস্তায় নামানো হবে।
এই প্রকল্পে প্রতি মাসে নাভায়া’র খরচ ধরা হয়েছে ১০ হাজার মার্কিন ডলার। বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকে এই আয় আসবে। এই বিজ্ঞাপনগুলো গাড়ির বাইরে লাগানো থাকবে এবং গাড়ির মধ্যে পর্দায় দেখানো হবে বলে জানানো হয়।
লাস ভেগাস শহর কর্তৃপক্ষ এবং ফরাসি সবচেয়ে বড় পরিবহন প্রতিষ্ঠান কেওলিস-এর মধ্যে সমঝোতার ফলেই এই পরীক্ষার অনুমোদন পেয়েছে নাভায়া। ২০১৫ সালের অক্টোবর থেকেই ফ্রান্সের প্যারিসে সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।