Published : 22 Feb 2017, 07:31 PM
অ্যাপটি ভারতের বিভিন্ন স্থানে ২জি বা অস্থিতিশীল নেটওয়ার্কের জন্য বেশি কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট জানিয়েছে, এই অ্যাপ কম ব্যাটারি খরচ করে অ্যান্ড্রয়েড ফোনে চালানো যাবে। নতুন এই অ্যাপে এমন মোড রয়েছে যাতে ভিডিও কলে ডেটার ব্যবহারও কম হবে। তা ছাড়া এসএমএস দিয়েও এই অ্যাপ চালানো যাবে। প্রাথমিকভাবে কেবল নয়টি ভাষায় স্কাইপ লাইট চালু করা হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
নিজেদের শনাক্তকরণ আরও নিরাপদ করতে স্কাইপ লাইটে ভারতীয় নাগরিকদের জাতীয় পরিচয়পত্র- ‘আধার’ এর ১২ ডিজিটের নাম্বার যুক্ত করার ব্যবস্থাও করেছে মাইক্রোসফট। ব্যবহারকারী কোনো কল করার সময় বা কল শেষ করার পর প্রয়োজনে তার পরিচয়পত্র থেকে এসব তথ্য যাচাই করা হবে।
ভারতে সম্ভাব্য বাজার বৃদ্ধির লক্ষ্যে টেক জায়ান্টরা এখন ভারতে স্কাইপ লাইট ব্যবহার করে সহজে যোগাযোগ করতে পারবেন। ভারতের যেসব এলাকায় ইন্টারনেট তেমন দ্রুত নয় সেসব স্থানে স্কাইপ লাইট কাজে দেবে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলা একজন ভারতীয় বংশোদ্ভূত।