Published : 19 Apr 2020, 11:24 PM
অ্যাপল বিটস অধিগ্রহণ করে ২০১৪ সালে। এতোদিন প্রেসিডেন্ট হিসেবে বিটস-এর নেতৃত্ব দিয়ে আসছিলেন লুক উড। উড পদ থেকে সরে দাঁড়ানোয় এবার নেতৃত্বে বদল আনতে হচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটিকে।
এখন পর্যন্ত নেতৃত্ব বদলের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি অ্যাপল। তবে, সম্প্রতি নিজ বিভাগের কর্মীদেরকে ইমেইলে বিষয়টি জানিয়েছেন অ্যাপলের ইন্টারনেট সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস বিভাগের প্রধান ও প্রতিষ্ঠানের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট এডি কিউ-- খবর আইএএনএস-এর।
৩০ এপ্রিল উড পদ ছাড়ার পর বিটস-এর দায়িত্ব নেবেন সুশার। কিউয়ের তত্ত্বাবধানে অ্যাপল মিউজিক এবং ইন্টারন্যাশনাল কনটেন্ট বিভাগেরও নেতৃত্ব দেবেন সুশার।
এডি কিউয়ের সঙ্গে ১৬ বছর ধরে অ্যাপলে কাজ করছেন অলিভার সুশার।
কর্মীদেরকে কিউ বলেন, “গত বছরই লুক উড আমাকে নতুন কিছু করতে তার ইচ্ছার কথা জানিয়েছেন। আগে থেকে অবহিত করায় আমরা তার স্থানান্তর নিয়ে পরিকল্পনা করতে পেরেছি। আমি তার পদক্ষেপের প্রশংসা করছি।”
বলা হচ্ছে, পরিবর্তনযোগ্য যন্ত্রাংশ থাকবে এমন ওয়্যারলেস হেডফোন বানাতে কাজ করছে অ্যাপল।
গত প্রান্তিকে পরিধেয় ডিভাইস, বাড়ি এবং অ্যাকসেসোরিজ খাত থেকে অ্যাপলের আয় হয়েছে এক হাজার কোটি মার্কিন ডলার। এই প্রান্তিকে প্রতিষ্ঠানের মোট আয় ছিলো ৯১৮০ কোটি ডলার।