Published : 10 Jul 2025, 08:04 PM
আন্তর্জাতিক বাণিজ্যে ফের চাপ বাড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার তিনি আরও সাতটি দেশের কাছে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি পাঠিয়েছেন।
দেশগুলো হল– আলজেরিয়া, ইরাক, লিবিয়া, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ব্রুনেই ও মলডোভা।
চিঠিতে বলা হয়েছে, অগাস্ট থেকে দেশগুলোর ওপর নতুন শুল্ক কার্যকর হবে, যদি এসব দেশ ওয়াশিংটনের সঙ্গে কাঙ্ক্ষিত বাণিজ্য সমঝোতায় না আসে।
প্রস্তাবিত শুল্কের মধ্যে আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কার পণ্যে ৩০ শতাংশ, ব্রুনেই ও মলডোভার পণ্যে ২৫ শতাংশ এবং ফিলিপিন্সের পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
এপ্রিলে ট্রাম্প শুল্কের যে হার প্রস্তাব করেছিলেন, তার কাছাকাছিই রয়েছে এবারের শুল্কের হার। তবে ইরাকের ক্ষেত্রে পূর্বের শুল্ক ৩৯ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ এবং শ্রীলংকার ক্ষেত্রে শুল্ক ৪৪ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে।
হোয়াইট হাউজে আফ্রিকান নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, বাণিজ্য ‘কূটনৈতিক একটি হাতিয়ার’, যার মাধ্যমে তিনি ভারত-পাকিস্তান কিংবা কসোভো-সার্বিয়ার মধ্যকার বিরোধ নিষ্পত্তি করছেন।
“তোমরা যদি লড়াই কর, আমরা আর বাণিজ্য করব না,” মন্তব্য করেন ট্রাম্প। “আর সেটা করতে আমরা সফল বলেই মনে হচ্ছে,” বলেন ট্রাম্প।
এর আগে সোমবার সার্বিয়ার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প, সেই দেশকে উদাহরণ হিসেবে দেখিয়ে তিনি বোঝাতে চেয়েছেন কীভাবে বাণিজ্য দিয়ে শান্তি আনা সম্ভব।
বুধবার দেওয়া চিঠিতে ট্রাম্প বলেন, এসব শুল্ক আরোপ করা হয়েছে ‘কমন সেন্স’ এবং বাণিজ্য ভারসাম্যের বিচারে। তিনি জানান, ব্রাজিলকেও তিনি একই ধরনের চিঠি পাঠাবেন।
তবে যেসব আফ্রিকান নেতার সঙ্গে তিনি ওভাল অফিসে বৈঠক করেছেন—লাইবেরিয়া, সেনেগাল, গ্যাবন, মৌরিতানিয়া ও গিনি-বিসাউ—তাদের প্রতি শুল্ক আরোপের কথা চিন্তা করছেন না বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, “তারা এখন আমার বন্ধু।”
চিঠিতে সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রে উৎপাদনে উৎসাহ দেওয়া হয়েছে, যাতে তারা শুল্ক এড়াতে পারে। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পাল্টা ব্যবস্থা নিলে আরও বেশি শুল্ক আরোপ করা হবে।
নতুন এসব চিঠির পাশাপাশি ট্রাম্প ইতোমধ্যে ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ি খাতেও আলাদা শুল্ক আরোপ করেছেন। মঙ্গলবার তিনি বলেন, কপার ও ওষুধ খাতেও শিগগিরই শুল্ক আসছে।
নতুন করে ৭ দেশকে শুল্ক চিঠি দেওয়ার আগে ট্রাম্প এ সপ্তাহেই আরও ২১ টি দেশে চিঠি পাঠিয়েছিলেন।