Published : 10 Jul 2025, 10:04 PM
গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ এক ফিফটি করলেন বাংলাদেশের অলরাউন্ডার।
দুবাই ক্যাপিটালসের হয়ে ৭ চার ও এক ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেছেন সাকিব। পঞ্চাশ স্পর্শ করেছেন তিনি ৩৪ বলে।
গায়ানায় বৃহস্পতিবার সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ২০ ওভারে ১৬৫ রানের পুঁজি গড়েছে দুবাই ক্যাপিটালস।
টি-টোয়েন্টি ক্রিকেটে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর এলো সাকিবের এই ইনিংস। ২০ ওভারের ক্রিকেটে ফিফটির স্বাদ পেলেন তিনি ১০ ইনিংস পর। সবশেষ পঞ্চাশ ছুঁতে পেরেছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে, কিংসটনে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৬৪ রানের ইনিংস।
প্রভিডেন্স স্টেডিয়ামে এ দিন টস হেরে ব্যাটিংয়ে নামে দুবাই ক্যাপিটালস। নিরোশান ডিকওয়েলা করেন ১৩ বলে ১৫ রান। আরেক ওপেনার সেদিকউল্লাহ আতাল ৪ চার ও ২ ছক্কায় করেন ২৫ বলে ৪১।
সাকিব পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন অষ্টম ওভারে। প্রথম বলে চার মেরে শুরু করেন তিনি। ১৮ রানে শেষ হয়ে যেতে পারত তার ইনিংস, কিন্তু সহজ ক্যাচ ফেলেন ফিল্ডার। সুযোগটা কাজে লাগান তিনি দারুণভাবে।
শেষ ওভারে ম্যাথু ফোর্ডকে চার মেরে ফিফটি পূর্ণ করেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার।