Published : 10 Jul 2025, 06:22 PM
সুরিয়াকুমার ইয়াদাভ থেকে শুরু করে রোহিত শার্মা হয়ে এখন শুবমান গিল, টস ভাগ্যকে কিছুতেই পাশে পাচ্ছেন না ভারতের অধিনায়করা। আরও একটি ম্যাচে টস হেরে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ল দলটি।
ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার শুরু লর্ডস টেস্টে টস হারেন গিল। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন টেস্টেই এই অভিজ্ঞতা হলো ভারতের নতুন টেস্ট অধিনায়কের।
তিন সংস্করণ মিলিয়ে এই নিয়ে টানা ১৩ ম্যাচে টস হারল ভারত। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে টানা এত ম্যাচে টস হারেনি আর কোনো দল।
১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হেরে রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে টস হেরে তাদের বসে বসেছিল ভারত। ক্যারিবিয়ানদের মুক্তি দিয়ে এবার নতুন রেকর্ড গড়ল তারা।
ভারতের এই যাত্রা শুরু হয়েছিল গত ৩১ জানুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষেই পুনেতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। পাঁচ ম্যাচের ওই সিরিজে প্রথম তিনটিতে টস জয়ের পর শেষ দুটিতে হারেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার।
পরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই টস হারেন রোহিত শার্মা। রোহিতের সেই যাত্রা চলে চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে। আসরে টানা পাঁচ ম্যাচ জিতে তিনি ট্রফি উঁচিয়ে ধরলেও, টস হারেন সবকটিতে।
ওই পথচলায় নেদারল্যান্ডসকে (১১) পেছনে ফেলে ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ম্যাচে টস হারের নতুন রেকর্ড গড়ে ভারত (১৫)। আর এই সংস্করণে অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচে টস হারের রেকর্ডে ব্রায়ান লারার পাশে বসেন রোহিত (১২)।
২০২৩ বিশ্বকাপের সেমি-ফাইনালের পর ওয়ানডেতে আর টস জিততে পারেনি ভারত। এই সময়ে রোহিতের ১২ ম্যাচ ছাড়া অন্য তিনটিতে অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল।
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ১০ ম্যাচে টস হার সঙ্গে নিয়ে ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরু করে ভারত। সেখানে প্রথম তিন ম্যাচে টস হেরে আরেকটি বিব্রতকর রেকর্ড গড়ল তারা।