Published : 22 Jan 2024, 06:29 PM
৮ বলে নামের পাশে স্রেফ ১ রান। রানের খোঁজে তাই আল আমিন হোসেনের বলে স্কুপ খেলার চেষ্টা করলেন দানুশকা গুনাথিলাকা। কিন্তু ঠিকঠাক পারলেন না। ব্যাটের কানায় লেগে বল আঘাত করল হেলমেটে, থুতনির কাছে। তখন ক্রিজের ওপর পড়ে গেলেন দুর্দান্ত ঢাকার বাঁহাতি ওপেনার।
ফিজিওর তত্ত্বাবধানে মাঠেই কিছুক্ষণ চলল তার শুশ্রূষা। নিয়ম অনুযায়ী কনকাশন পরীক্ষা করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলো তাকে। এরপর নেওয়া হলো হাসপাতালে। পরে জানা গেল, লঙ্কান এই ব্যাটসম্যানের থুতনিতে সেলাই পড়েছে ২২টি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে সোমবারের প্রথম ম্যাচের ঘটনা এটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঢাকার ইনিংসের দ্বিতীয় ওভারে চোট পান গুনাথিলাকা। তার থুতনি থেকে রক্ত ঝরতে দেখা যায়।
ড্রেসিং রুমে প্রাথমিক শুশ্রুষার পর ম্যাচ চলাকালেই গুনাথিলাকাকে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসা শেষে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠে ফিরে আসেন লঙ্কান ওপেনার।
৬ উইকেটে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে গুনাথিলাকার সবশেষ অবস্থা জানান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন।
“গুনাথিলাকার অবস্থা এখন ভালো। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠে ফিরেছে। হাসপাতালে নেওয়া হয়েছিল। ওর ২০-২২টার মতো সেলাই লেগেছে। এখন তো দেখলাম যে ভালো আছে, কথা বলছে। আশা করি, পরের ম্যাচে খেলায় অবস্থায় থাকবে।”
পরে দলের মিডিয়া ম্যানেজার শামসুল আরেফিন খান জানান, ২২টি সেলাই লেগেছে এই ব্যাটসম্যানের।
ম্যাচে গুনাথিলাকার জায়গায় কনকাশন বদলি হিসেবে আরেক শ্রীলঙ্কান লাসিথ ক্রুসপুলকে নামায় ঢাকা। দারুণ ব্যাটিংয়ে ৩ চার ও ২ ছক্কায় ৩১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ক্রুসপুল।