বোর্ডার-গাভাস্কার ট্রফি
Published : 28 Dec 2024, 07:10 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে রিশাভ পান্তের আউট হওয়ার ধরনে বেজায় চটেছেন সুনিল গাভাস্কার। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুঁড়ে আসায় এই কিপার-ব্যাটসম্যানকে ‘স্টুপিড’ বলেছেন ভারতের ব্যাটিং গ্রেট।
বিপাকে পড়া দলকে দারুণ এক সেঞ্চুরিতে লড়াইয়ে ফেরানো নিতিশ কুমার রেড্ডির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গাভাস্কার।
আগের দিন শেষ বেলায় ৬ রানে ৩ উইকেট হারানোর চাপ নিয়ে শনিবার নতুন সকাল শুরু করে ভারত। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন পান্ত। কিন্তু নিজের ইনিংস বেশি বড় করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ৫৬তম ওভারে বোল্যান্ডকে স্কুপ করে ধরা পড়েন ডিপ থার্ড ম্যানে।
কিছুক্ষণ পর রাভিন্দ্রা জাদেজাও বিদায় নেন। ২২১ রানে ৭ উইকেট হারিয়ে ফলো-অনে পড়ার শঙ্কায় পড়ে যায় ভারত। কঠিন পরিস্থিতিতে চমৎকার এক সেঞ্চুরি করে দলকে লড়াইয়ে ফেরান নিতিশ।
পান্ত ওভাবে আউট হওয়ার সময়ই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবিসি রেডিওতে ধারাভাষ্য দেওয়া গাভাস্কার। ক্ষুব্ধ কণ্ঠে পান্তকে ভারতের ড্রেসিং রুমেই যেতে মানা করেন তিনি।
“স্টুপিড, স্টুপিড, স্টুপিড। ওই জায়গায় দুজন ফিল্ডার ছিল, আগের শটটি মিস করার পরও তুমি ওখানে মারতে গেলে। দেখো কোথায় ধরা পড়েছ, ডিপ থার্ড ম্যানে। এটা স্রেফ উইকেট ছুঁড়ে দেওয়া। দলের এই অবস্থায়,(এমন শট) সেটা কখনোই ঠিক নয়।”
“পরিস্থিতিটা বুঝতে হবে। বলা যাবে না, এটাই আমার স্বাভাবিক খেলা। আমি দুঃখিত, এটি তার স্বাভাবিক খেলা নয়। এটা একটা স্টুপিড শট। এটা দলকে খুব খারাপ অবস্থায় ঠেলে দেওয়া!”
প্রথম সেশন শেষে বিরতির সময়ে স্টার স্পোর্টসে আলাপকালেও পান্তকে ধুয়ে দেন গাভাস্কার।
“আমার মনে হয়, সেখানে যখন কোনো ফিল্ডার ছিল না, তখন সে এই শটগুলি করার চেষ্টা করেছিল। তখন সেটা বোধগম্য, কারণ আপনি সুযোগটা নিতে চেয়েছেন। ওই শটটা লেগ সাইডে যাওয়ার কথা ছিল, যেটা অফ সাইডে চলে গেছে। এটা আসলে বোঝাচ্ছে, হয়তো কিছুটা দুর্ভাগ্য ছিল। কিন্তু ডিপ স্কয়ার লেগ ও ডিপ পয়েন্টে ফিল্ডার থাকার পরও ওই নির্দিষ্ট জায়গায় খেলার চেষ্টা করা খুবই বাজে শট নির্বাচন।”
জাদেজা যখন বিদায় নেন ফলো-অন এড়ানোর জন্য তখনও ৫৪ রান প্রয়োজন ছিল ভারতের। কঠিন সেই সময়ে দলের ত্রাতা হয়ে আসেন নিতিশ। দুর্দান্ত ব্যাটিংয়ে উপহার দেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ধারাভাষ্যকক্ষ থেকে নিতিশের সেঞ্চুরির ভূয়সী প্রশংসা করেন গাভাস্কার।
“নিতিশ কুমার রেড্ডির এই সেঞ্চুরি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা সেঞ্চুরি হয়ে থাকবে।”
১ ছক্কা ও ১০ চারে ১৭৬ বলে ১০৫ রানে অপরাজিত আছেন নিতিশ। তার দারুণ ইনিংসটির প্রশংসা পরেও করেন গাভাস্কার। সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।
“এটা তার প্রথম টেস্ট সেঞ্চুরি এবং অদূর ভবিষ্যতে সে আরও অনেক রান করবে। আশা করি, ভবিষ্যতে তাকে রানের মধ্যে দেখতে পাব। ও ভারতীয় ক্রিকেটের একজন তারকা।”
“তাকে তার বাবা ও পরিবারের অন্য সদস্যদের ত্যাগের কথা মনে রাখতে হবে। নিতিশ এখানে ভারতীয় ক্রিকেটের কারণে এসেছে এবং তাকে নিশ্চিত করতে হবে যেন ভারতীয় ক্রিকেটকে হালকাভাবে না নেয়। সে যদি নিজের প্রতি সৎ থাকে, তাহলে তার সামনে একটি সফল ক্যারিয়ার অপেক্ষা করছে।”
অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ৯ উইকেটে ৩৫৮ রান নিয়ে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন শেষ করেছে ভারত। এখনও পিছিয়ে আছে তারা ১১৬ রানে।