Published : 17 Apr 2023, 10:43 PM
সাদিরা সামারাবিক্রমার টেস্ট ক্যারিয়ারের শুরুটা ছিল ব্যর্থতার খোলসে মোড়ানো। তবে প্রত্যাবর্তনটা হলো রঙিন। ৬ বছর পর এই সংস্করণে খেলতে নেমেই চমৎকার এক সেঞ্চুরিতে আলো ছড়ান তিনি। শ্রীলঙ্কার কিপার-ব্যাটসম্যান বললেন, দল থেকে বাদ পড়ার পর নিজেকে শুধরে নিয়ে তার এই সাফল্য।
আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান গল টেস্টের দ্বিতীয় দিন সোমবার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পান সামারাবিক্রমা। আট নম্বরে নেমে প্রতিপক্ষের বোলারদের গুঁড়িয়ে ১১৪ বলে ১১ চারে করেন অপরাজিত ১০৪ রান।
ফেরার টেস্টে জ্বলে উঠলেও এই সংস্করণে সামারাবিক্রমার শুরুটা ছিল নিষ্প্রভ। ২০১৭ সালে টেস্টের আঙিনায় পা রেখে পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে প্রথম ইনিংসে ৩৫ বলে করা ৩৮ রান এতদিন ছিল তার সেরা। ওই টেস্টে পরের ইনিংসে করেন ১৩।
ওই বছরই ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন টেস্টে করেন যথাক্রমে ২৩, ০, ১৩, ০, ৩৩ ও ৫ রান। নিদারুণ ব্যর্থতায় চার টেস্টেই থেমে যায় এই সংস্করণে তার পথচলা।
ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরে আবারও শ্রীলঙ্কার টেস্ট দলে ফেরেন সামারাবিক্রমা। নতুন করে গতি পাওয়া ক্যারিয়ারের শুরুতেই এবার তিনি রাখলেন সামর্থ্যের ছাপ। দিনের খেলা শেষে ২৭ বছর বয়সী এই ক্রিকেটার বললেন, মানসিকতায় পরিবর্তন এনেছেন তিনি।
“বাদ পড়া থেকে অনেক কিছু শিখেছি। ভারতের বিপক্ষে যখন তিনটি টেস্ট খেলেছিলাম তখন আমার বয়স ছিল ২২ বছর, আর তারা (ভারত) বিশ্বের সেরা দল। ওই ম্যাচগুলিতে আমি তেমন কিছু করতে পারিনি, কিন্তু সেখান থেকে শিখেছি। সেখানে যা শিখেছি তা এখানে বয়ে এনেছি। শীর্ষ পর্যায়ে খেলতে কী প্রয়োজন সে সম্পর্কে অনেক কিছু জেনেছি। ঘরোয়া প্রতিযোগিতায় সেসব নিয়ে কাজ করার চেষ্টা করেছি।”
“ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি। ঘরোয়া ক্রিকেট, ‘এ’ দল ও প্রাদেশিক ক্রিকেটে বিভিন্ন জায়গায় ব্যাটিং করেছি। আমার মনে হয়, বড় পরিবর্তন এসেছে মানসিকতায়। কী করা দরকার, কী চিন্তা করা প্রয়োজন এবং কীভাবে বিভিন্ন পরিস্থিতি সামাল দেব, সেসব নিয়ে সত্যিই কঠোর পরিশ্রম করেছি।”
সামারাবিক্রমা ছাড়াও আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন দিমুথ করুনারত্নে, কুসাল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল। এই চার জনের নৈপুণ্যে ৬ উইকেটে ৫৯১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।