Published : 30 Oct 2022, 05:55 PM
পেসার লুঙ্গি এনগিডির টানা দুই বলে দুটি চার মারলেন বিরাট কোহলি। দ্বিতীয়টিতে পূর্ণ হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে তার এক হাজার রান। মাহেলা জয়াবর্ধনের সবচেয়ে বেশি রানের রেকর্ড ভাঙার পথে তিনি এগিয়ে গেলেন আরেক ধাপ। তবে দুই বল পরই আউট হয়ে ভারতীয় ব্যাটসম্যানের অপেক্ষাটা বাড়ল আরেকটু।
২০ ওভারের বিশ্বকাপে জয়াবর্ধনের সর্বোচ্চ রানের রেকর্ড থেকে ২৭ রান দূরে থেকে রোববার পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নামেন কোহলি। আসরে প্রথম দুই ম্যাচে অপরাজিত ফিফটি করা এই তারকা এদিনই শ্রীলঙ্কান গ্রেটকে ছাড়িয়ে চূড়ায় উঠে যাবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে এনগিডির বাউন্সার পুল করে কাগিসো রাবাদার দারুণ ক্যাচে তিনি বিদায় নেন ১১ বলে ১২ রান করে।
২০০৭ থেকে ২০১৪ আসর পর্যন্ত ৩১ ইনিংসে ১ হাজার ১৬ রান করে রেকর্ডটা জয়াবর্ধনের। ২০১০ আসরে টানা তিন ম্যাচে তিনি খেলেছিলেন ৮১, ১০০ ও অপরাজিত ৯৮ রানের ইনিংস। বাংলাদেশে ২০১৪ আসরের ফাইনাল বিশ্বকাপে তার শেষ ম্যাচ, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কাই।
২০১২ আসর থেকে এখন পর্যন্ত ২২ ইনিংস খেলে কোহলির হয়ে গেল ১ হাজার ১ রান। গড় ৮৩.৪১ আর স্ট্রাইক রেট ১৩১.৭১। তার ১২ ফিফটি রেকর্ড। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৮৯, ২০১৬ আসরের সেমি-ফাইনালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
জয়াবর্ধনেকে ছাড়াতে কোহলির চাই আর ১৬ রান।
এই দুজন ছাড়া হাজার রান নেই আর কারও। ৩১ ইনিংসে ৯৬৫ রান করে তিনে আছেন ওয়েস্ট ইন্ডিজের মহাতারকা ক্রিস গেইল। ৩৩ ইনিংসে ৯১৯ রান করে চার নম্বরে ভারত অধিনায়ক রোহিত শর্মা।
৩৪ ইনিংসে ৭২৯ রান করে তালিকায় সপ্তম স্থানে আছেন সাকিব আল হাসান। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ম্যাচে ২৩ রান করে বাংলাদেশ অধিনায়ক ছাড়িয়ে যান এবি ডি ভিলিয়ার্সকে।