Published : 21 May 2019, 11:50 PM
দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ১২৬ রানে জিতেছে আফগানিস্তান। ৩০৫ রান তাড়ায় ৪১ ওভার ২ বলে ১৭৯ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
প্রথম ওয়ানডেতে ১৩৮ রানে অলআউট হয়ে ৭২ রানে হেরেছিল আফগানিস্তান। এবার জিতে সিরিজ শেষ করেছে ১-১ সমতায়।
বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই নুর আলি জাদরানকে হারায় আফগানিস্তান। রহমত শাহর সঙ্গে ২৮ ওভার স্থায়ী ১৫০ রানের জুটিতে দলকে দৃঢ় ভিতের উপর দাঁড় করান ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়া শাহজাদ।
৩২তম ওভারে পাঁচ বলের মধ্যে দুই থিতু ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন অ্যান্ডি ম্যাকব্রায়ান। সাবধানী ব্যাটিংয়ে ৯০ বলে ৬২ রান করেন রহমত। কিপার-ব্যাটসম্যান শাহজাদ ৮৮ বলে ১৬ চারে খেলেন ১০১ রানের ঝড়ো ইনিংস।
আসগর আফগান ও নাইবও দ্রুত ফিরলে ভালো শুরুর সুবিধা হারাতে বসেছিল আফগানিস্তান। তবে নাজিবউল্লাহ জাদরানের টর্নেডো ইনিংসে তিনশ ছাড়ানো সংগ্রহ পেয়ে যায় তারা। জাদরান ৩৩ বলে তিন ছক্কা ও ৭ চারে অপরাজিত থাকেন ৬০ রানে। তার সঙ্গে ৮৬ রানের জুটি গড়া হাশমতউল্লাহ শাহিদি ফিরেন ৪৭ রান করে।
খরুচে বোলিংয়ে ৭১ রানে ৩ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ম্যাকব্রায়ান ২ উইকেট নেন ৪৩ রানে।
রান তাড়ায় নাইবের ছোবলে সেভাবে গতি পায়নি আইরিশদের ইনিংস। নেই কোনো পঞ্চাশ ছোঁয়া জুটি। সর্বোচ্চ ৫০ রান করা পল স্টার্লিংকে থামান নাইব। ত্রিশ ছাড়ানো রান করা অন্য ব্যাটসম্যান গ্যারি উইলসনও আফগান অধিনায়কের শিকার।
ছবি: আফগানিস্তান ক্রিকেট
ক্যারিয়ার সেরা বোলিংয়ে মিডিয়াম পেসার নাইব ৪৩ রানে নেন ৬ উইকেট। তার আগের সেরা ছিল ৪/২৭।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ৩০৫/৭ (শাহজাদ ১০১, নুর আলি ৫, রহমত ৬২, আফগান ১৪, শাহিদি ৪৭, নাইব ৩, নাজিবউল্লাহ ৬০*, রশিদ ০; মারটাঘ ০/৭৪, অ্যাডায়ার ৩/৭১, ম্যাককার্থি ০/৩৪, র্যানবিন ১/৫৪, ম্যাকব্রায়ান ২/৪৩, ও’ব্রায়েন ০/১১, স্টার্লিং ১/১৩)
আয়ারল্যান্ড: ৪১.২ ওভারে ১৭৯ (স্টার্লিং ৫০, ম্যাককলাম ৩, বালবার্নি ২০, পোর্টারফিল্ড ১৯, ও’ব্রায়েন ১২, উইলসন ৩৪, ম্যাকব্রায়ান ১, অ্যাডায়ার ৮, ম্যাককার্থি ১৮, মারটাঘ ০, র্যানকিন ১*; দৌলত ১/৩৫, মুজিব ০/২৭, আফতাব ১/২৭, নাইব ৬/৪৩, রশিদ ০/৩১, রহমত ১/১২)
ফল: আফগানিস্তান ১২৬ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজ শেষ ১-১ সমতায়