Published : 19 Sep 2019, 09:50 PM
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি দুই বছরের মধ্যে দুইবার ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে নিষিদ্ধ হন, তাহলে তাকে এক বছর নিষিদ্ধ থাকতে হয়। অ্যাকশন শুধরে নিলেও এক বছরের মধ্যে ফিরতে পারবেন না।
গত ডিসেম্বরে ত্রুটিপূর্ণ অ্যাকশনের জন্য প্রথম নিষিদ্ধ হওয়া দনাঞ্জয়ার বোলিং অ্যাকশন আবারও প্রশ্নবিদ্ধ হয় গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে। ২৯ অগাস্ট চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত ল্যাবে বোলিংয়ের পরীক্ষা দেন তিনি। তাতে তার অবৈধ বোলিং অ্যাকশন ধরা পড়ে।
নিষেধাজ্ঞার সময় শেষ হলে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন দনাঞ্জয়া।
শ্রীলঙ্কা তাদের আগামী পাঁচটি টেস্ট খেলবে এশিয়ায়। ফলে দনাঞ্জয়ার উপর এই নিষেধাজ্ঞা দলটির জন্য বড় এক ধাক্কা।