Published : 25 Apr 2024, 09:35 PM
মিচেল মার্শের আইপিএল থেকে ছিটকে পড়া গুলবাদিন নাইবের জন্য সৌভাগ্য হয়ে এসেছে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখন প্রথমবারের খেলার হাতছানি আফগানিস্তানের এই অলরাউন্ডারের সামনে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের বদলি হিসেবে তাকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।
ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে নাইবকে দলে নিয়েছে দিল্লি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার এই খবর জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত ৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্শ। সেদিন পরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলে আউট হয়ে যান শূন্য রানে। এর কিছু দিন পরই তাকে দেশে ফিরিয়ে নেয় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এরপর গত সোমবার দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং নিশ্চিত করেন, এবারের আইপিএল খেলতে আর ভারতে ফিরবেন না ৩২ বছর বয়সী মার্শ।
৩২ বছর বয়সী নাইব স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলে রান করেছেন এক হাজার ৬২৬, ফিফটি ৭টি। পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন ৭০টি।
আইপিএলের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে দিল্লি। ৯ ম্যাচ খেলে দলটির জয় চারটিতে। তাদের পরের ম্যাচ আগামী শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।