Published : 17 Oct 2023, 02:18 PM
যৌন নিপীড়নের মামলায় বেকসুর খালাসের তিন সপ্তাহের মধ্যেই আরেকটি সুখবর পেলেন দানুশকা গুনাথিলাকা। ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই শ্রীলঙ্কার বাঁহাতি ওপেনারের। তার ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিল দেশটির ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুনাথিলাকার নিষেধাজ্ঞা মুক্তির খবর জানিয়েছে। আগের মতোই সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।
একটি স্বতন্ত্র তদন্ত কমিতির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। গত শুক্রবার বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভায় গুনাথিলাকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই সুপারিশ করা হয়।
অস্ট্রেলিয়ায় গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে যৌন নিপীড়নের মামলায় গ্রেফতার হন গুনাথিলাকা। একটি ডেটিং এপের মাধ্যমে মামলার বাদীর সঙ্গে যোগাযোগ হয় তার। পরে দুজনের মধ্যে যৌন সম্পর্ক হয়।
বাদীর ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে টিম হোটেল থেকে গ্রেফতার করা হয় দলের সঙ্গে দেশে ফেরার অপেক্ষায় থাকা গুনাথিলাকাকে। পর দিন তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে এসএলসি।
পরে মামলা চলাকালে গুনাথিলাকাকে জামিন দেয়া হলেও অস্ট্রেলিয়া ত্যাগ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রাখা হয়। প্রাথমিকভাবে চার দফা নিপীড়নের অভিযোগ করা হলেও, গত মে মাসে এর তিনটি তুলে নেয় পাবলিক প্রসিকিউটর।
গত মাসে বাকি থাকা একটি অভিযোগেও নির্দোষ প্রমাণিত হন গুনাথিলাকা। যার ফলে প্রায় ১১ মাস পর গত ৩ অক্টোবর দেশে ফেরেন তিনি।