Published : 13 Dec 2023, 09:33 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তুলনামূলক অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে নামতে যাচ্ছে পাকিস্তান। একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। অভিষেক হচ্ছে দুই ফাস্ট বোলার আমের জামাল ও খুররাম শাহজাদের।
পার্থ স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। আগের দিন একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান।
ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েন পাকিস্তানের স্পিন আক্রমণের প্রধান অস্ত্র লেগ স্পিনার আবরার আহমেদ। তার অনুপস্থিতিতে ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার নোমান আলিকে একাদশে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে বাইরে থাকতে হচ্ছে নোমানকে। পার্ট-টাইম স্পিনার হিসেবে আছেন আঘা সালমান।
জামাল ও শাহজাদকে নিয়ে পেস আক্রমণের নেতৃত্ব দেবেন শাহি শাহ আফ্রিদি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ফাহিম আশরাফ।
শাহজাদ ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ১৩৬টি। ইনিংসে পাঁচ উইকেট আছে পাঁচবার। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি খেলা জামাল ২৮টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ৭৬টি।
ওপেনিংয়ে ইমাম-উল-হাকের সঙ্গী আবদুল্লাহ শাফিক। এরপর অধিনায়ক শান মাসুদ, বাবর আজম ও সাউদ শাকিল। দুই কিপার-ব্যাটসম্যানের মধ্যে মোহাম্মদ রিজওয়ানকে পেছনে ফেলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ সরফরাজ আহমেদ।
ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতায় বাবর অধিনায়কত্ব ছাড়ার পর এটিই পাকিস্তানের প্রথম ম্যাচ। এই ম্যাচ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে মাসুদের।
অস্ট্রেলিয়া সবশেষ টেস্ট খেলেছে গত জুলাইয়ে অ্যাশেজে। সেই সিরিজের পঞ্চম টেস্ট থেকে একাদশে কেবল একটিই পরিবর্তন এনেছে তারা। টড মার্ফির জায়গায় এসেছেন চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ অফ স্পিনার ন্যাথান লায়ন। টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে লায়নের চাই আর ৪ শিকার।
অস্ট্রেলিয়ার মাটিতে কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। দেশটিতে ১৯৯৯ থেকে নিজেদের সবশেষ ১৪ টেস্টে টানা হেরেছে তারা। এই সময়ে পাঁচ সিরিজের সবগুলোতে পাকিস্তান হয়েছে হোয়াইটওয়াশড।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হাক, আবদুল্লাহ শাফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), আঘা সালমান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল, খুররাম শাহজাদ
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ন্যাথান লায়ন, জশ হেইজেলউড