Published : 26 Jul 2023, 12:56 PM
কাঁচা পাকা চুল-দাড়িগোঁফে নিয়ে অভিনেতা আবুল কালাম আজাদ চোখে যে চশমা পড়েছেন, তার দুই গ্লাসে ধরা পড়েছেন নায়িকা পরীমনি ও অভিনেতা সজল নূর। দুই চোখে নায়ক-নায়িকার প্রতিচ্ছবি নিয়ে আজাদে ছবির এই পোস্টার ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’র, যা মুক্তি পাবে অগাস্টে।
সিনেমার এই পোস্টার ফেইসবুকে শেয়ার করেছেন পরীমনি ও ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’।
পোস্টারের ক্যাপশনে লেখা,”আধ্যাত্মিক শক্তি, নাকি অন্ধ ভক্তি? কোনটা সত্যি? নাকি পুরোটাই ফাঁকি?
ফেইসবুকে ‘বঙ্গ' জানিয়েছে, তিন বছর আগে শুরু হওয়া সিনেমাটির পোস্ট প্রোডাকশের কাজ চলছে। আগামী ২৫ অগাস্ট ওটিটি প্ল্যাটফর্মে ‘পাফ ড্যাডি’ মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা।
‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ‘পাফ ড্যাডির’ কাজ শুরু করলেও পরে বদলে যায় পরিচালক। এখন সহীদ উন নবীর হাত ধরে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্মটি।
আবুল কালাম আজাদ, পরীমনি ও সজল ছাড়াও আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ।