Published : 17 Jan 2024, 04:19 PM
চিত্রনায়িকা পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র প্রচার বন্ধের জন্য উকিল নোটিস পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী।
কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী রোববার দুপুরে ই-মেইল ও ডাকযোগে ওই নোটিস পাঠান।
সহীদ উন নবী পরিচালিত এ সিরিজের পাঁচটি দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে তিন দিনের মধ্যে এর প্রচার বন্ধের দাবি জানানো হয়েছে উকিল নোটিসে।
বিটিসিএলের চেয়ারম্যান ও এমডি, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকেও নোটিসে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মাযহারী সাংবাদিকদের বলেন, “তিন দিনের মধ্যে চিত্রনায়িকা পরীমনি অভিনীত ওয়েব সিরিজ পাফ ড্যাডির প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধ করতে হবে, কারণ সিরিজটিতে ইতিবাচক কোনো বার্তা নেই।”
তার নোটিসে বলা হয়েছে, “পাফ ড্যাডিতে বিয়ে-বহির্ভূত সম্পর্ককে প্রমোট করা হয়েছে। পাশাপাশি বিয়েতে অনুৎসাহিত করা, আধ্যাত্মিক মনীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা হয়।”
কেবল পরীমনিই নয়, এর আগে গত এপ্রিলে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকেও উকিল নোটিস পাঠিয়েছিলেন মাযহারী।
গত ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পেয়েছে থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। পরীমনি ছাড়াও অভিনয় করেছেন সজল নূর, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরি বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস ও ফারুক আহমেদ।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)