Published : 10 Jul 2025, 11:38 AM
নির্বাচন কমিশন ভোটের মার্কার তালিকায় ‘শাপলা’ না রাখার নীতিগত সিদ্ধান্ত জানানোর পর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, “যে মুহূর্তে এনসিপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই মুহূর্তে ইসির এমন একটি ভূমিকা তাদের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলবে।”
জুলাই পদযাত্রা উপলক্ষে কুষ্টিয়া-ঝিনাইদহ সফরে রয়েছেন নাহিদ। বুধবার রাতে সেখানেই তিনি এ প্রতিক্রিয়া জানান।
নাগরিক ঐক্য তাদের দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা চেয়ে আবেদন করেছিল নির্বাচন কমিশনে। পরে নতুন রাজনৈতিক দল এনসিপিও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধনের আবেদন করে।
শাপলা জাতীয় প্রতীক হওয়ায় কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচনি প্রতীক হিসেবে তা বরাদ্দ দেওয়া যায় কি না, সেই বিতর্কও ওঠে।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনি প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।”
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জাতীয় প্রতীক শাপলা ও জাতীয় পতাকার বিষয়ে সংবিধানে সুস্পষ্টভাবে বলা রয়েছে।
“এ দুটোর মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য আইন করা হয়েছে; একটা বিধিমালা করা হয়েছে। কোনো ব্যাপারে জাতীয় ফুল, জাতীয় পাখির ব্যাপারে সুনির্দিষ্ট নেই।”
প্রস্তাবিত নতুন প্রতীক তালিকার বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি শাপলা প্রতীক তফসিলে থাকবে না। জাতীয় প্রতীকের কারণেই মূলত এ সিদ্ধান্ত।”
এর প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “ইসি একটা ব্যাখ্যাটা দিয়েছে এটা গ্রহণযোগ্য না। ইসি নিরপেক্ষ আচরণ করছে কিনা এ বিষয়ে সন্দেহ তৈরি হচ্ছে।”
নির্বাচন কমিশনের যুক্তি খণ্ডন করে তিনি বলেন, “জাতীয় প্রতীকের বিষয়টা নিয়ে ইসিকে বলা হয়েছিল যে জাতীয় প্রতীক কেবল শাপলা নয়; এটা একটা প্যাকেজ। ধানের শীষ রয়েছে, তারকা রয়েছে। ধানের শীষ ও তারকা আরো দুটি দলের মার্কা হিসেবে রয়েছে।
“তাহলে শাপলা কেন হতে পারবে না? জাতীয় ফলও একটি দলের প্রতীক রয়েছে, তাহলে শাপলা কেন থাকতে পারবে না।”
এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা যখন মার্কা হিসেবে শাপলা ফুল আবেদন করি, তখনও এই প্রশ্নগুলো ছিল। সেই ব্যাখ্যাগুলো আমরা দিয়েছি, এবং এটার আইনি ভিত্তিটা জেনেশুনেই আমরা আবেদন করেছি। ইসি কোন ব্যাখ্যায় এটা বললেন তা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়।”
‘শাপলা প্রতীক না হলে ধানের শীষও হতে পারবে না’
শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তার দাবি, শাপলা ‘জাতীয় প্রতীক নয়’, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ।
বুধবার রাতে এক ফেইসবুক পোস্টে তিনি লেখেছেন, “শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে, তাহলে শাপলাও হতে পারবে।
"জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে।"
পুরনো খবর