Published : 09 May 2025, 02:00 AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী নতুন দলগুলোর আবেদন যাচাইয়ে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন।
এ কমিটি আবেদন যাচাই-বাছাই করে ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা ও সরবরাহ শাখায় প্রতিবেদন জমা দেবে।
বৃহস্পতিবার ইসির উপসচিব (নির্বাচনি সহায়তা ও সমন্বয়) মো. মাহবুব আলম শাহ্ এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন রাজনৈতিক দল থেকে পাওয়া আবেদনগুলো আইন বিধি অনুযায়ী যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কার্যক্রম নিতে এ কমিটি গঠন করা হয়েছে।
১০ মার্চ গণবিজ্ঞপ্তি দিয়ে ইসি নতুন দল নিবন্ধনে ২০ এপ্রিল পর্যন্ত আবেদনের সময়সীমা ঠিক করে দেয়। ওই সময়ের মধ্যে নিবন্ধন চেয়েছে ৬৫টি দল। আর নবগঠিত এনসিপিসহ ৪৬টি দল সময় বাড়ানোর আবেদন করেছে।
পরে নিবন্ধন আবেদনের সময় আরও দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়।
বর্তমান ইসির অধীনেই ত্রয়োদশ সংসদে নির্বাচন হবে। এ বছরের ডিসেম্বরে ভোট করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে কমিশন।
অন্তর্বর্তী সরকারের তরফে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ১০টি তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হয়। নিবন্ধন ফি দিতে হয় ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য।
দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি, তহবিলের উৎস, দল নিবন্ধনের আবেদনকারীর ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য ট্রেজারি চালানের কপি এবং নিবন্ধনের তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণের প্রমাণ জমার বিধান রয়েছে।
নতুন দলের নিবন্ধনের শর্ত হল– দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ [২১টি] প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত তালিকা লাগবে।
আবেদনপত্র যাচাই-বাছাই শেষে টিকে থাকা দলগুলো নিবন্ধন শর্ত পূরণ করছে কিনা তা যাচাই করতে মাঠ পর্যায়ের প্রতিবেদন নেবে কমিশন।
কোনো দলের নিবন্ধন নিয়ে কারও আপত্তি রয়েছে কি না তাও দেখা হবে।
বিজ্ঞপ্তি দেওয়ার পর আপত্তি পেলে দুই পক্ষের শুনানি নিয়ে আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করবে কমিশন।
প্রাথমিক বাছাইয়ে উৎরে গেলে এবং দাবি-আপত্তির নিষ্পত্তি হয়ে গেলে শেষধাপে নিবন্ধন সনদ পাবে সেই দল।
পুরনো খবর
দল নিবন্ধন: আবেদনের সময় বাড়ল ২ মাস
'সংস্কারবাদী পার্টি', 'জনস্বার্থে বাংলাদেশ', 'বেকার সমাজ' পেতে চা