Published : 02 Nov 2023, 03:44 PM
ঢাকার বিএনপি নেতা আমিনুল হককে পুলিশ ‘আটক করেছে’ বলে দাবি করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলছেন, বৃহস্পতিবার ভোরে গুলশানের একটি বাসা থেকে আমিনুলকে ‘তুলে নিয়ে যায়’ গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। পরিবারের সদস্যরা বলছেন, আমিনুলকে বেইলি রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন তারা।
তবে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের ভাষ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
রিজভী বলেন, “আমি যতটুকু জেনেছি, রাত ৪টার দিকে আমিনুলকে তুলে নিয়ে যায়। সেখান থেকে তার গাড়ি চালক, উত্তর যুব দলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, ও পল্লবী থানার যুব দল নেতা কিবরিয়াকেও গোয়েন্দা পুলিশ আটক করে।”
গত ২৮ অক্টোবর সংঘর্ষের মধ্যে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে গেলে হরতাল ডাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এরপর ৩১ অক্টোবর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শহীদবাগ এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে কাঁঠালবাগানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
বিএনপি মহাসচিব এখন কেরানীগঞ্জ কারাগারে এবং মির্জা আব্বাস ও আলাল পুলিশ রিমান্ডে আছেন।