Published : 10 Jul 2025, 09:32 PM
বাংলাদেশের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খানের ‘নীল আকাশ’ নামে একটি গবেষণাধর্মী নৃত্য পরিবেশনা মঞ্চস্থ হয়েছে যুক্তরাজ্যে।
মিডল্যান্ডস আর্টস সেন্টারে গেল সোমবার পরিবেশনাটি নিয়ে মঞ্চে আসেন অনিন্দিতা।
সাম্পাদ সাউথ এশিয়ান আর্টস অ্যান্ড হেরিটেজের সঙ্গে যৌথভাবে ‘নীল আকাশ’ পরিচালনা করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আনন্দিতা।
তিনি বলেন, ‘নীল আকাশ’ জলবায়ু সংকটের উপরে তৈরি একটি গবেষণামূলক কাজ। যা শৈল্পিকভাবে তৈরি হয়েছে। নৃত্য সংগীত এবং গল্পের মধ্যদিয়ে সংকট তুলে ধরা হয়।
জলবায়ু পরিবর্তন সংকটকে কেন্দ্র করে নির্মিত এই পরিবেশনায় বাংলাদেশ ও বার্মিংহামের স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
‘নীল আকাশ’ নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার আগে আনন্দিতা খান সুনামগঞ্জে মাঠ পর্যায়ের গবেষণা করেছেন। সেখানে তিনি বন্যা ও জলবায়ুজনিত সমস্যায় ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা সংগ্রহ করেন।
আসিফ মোসাদ্দেক গবেষণার পুরো প্রক্রিয়া চিত্রায়িত করেন; যা বার্মিংহামে প্রদর্শিত হবে বলে জানান আনন্দিতা।
তিনি বলেন, “জলবায়ু সংকটের প্রভাব সবচেয়ে বেশি ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে। তাই পরিবর্তনের সম্ভাবনাও তাদের মাধ্যমেই আসতে পারে। নৃত্য এমন এক শক্তিশালী ভাষা, যার মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।”
এই পরিবেশনার নেপথ্যে রয়েছেন সাম্পাদের পরিচালক পিয়ালি রায়। এটি ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশন থ্রু কালচার’ গ্র্যান্ট এর অনুদানে পরিবেশিত হয়েছে।