Published : 10 Jul 2025, 07:06 PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে গড় পাশের হার হয়েছে ৭২ শতাংশ।
দুটি প্রতিষ্ঠানই ইংরেজি মাধ্যমে পাঠদান করে এবং শিক্ষার্থীরা বৈদেশিক কেন্দ্র হিসেবে পরীক্ষায় অংশ নেয়।
আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৮ জন উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৪ জন পেয়েছেন জিপিএ-৫, ১৬ জন এ, ৯ জন এ-মাইনাস, ৬ জন বি এবং ৩ জন সি। অকৃতকার্য হয়েছেন ১৩ জন।
বিদ্যালয়ের অধ্যক্ষ কিরণ আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর কোনো শিক্ষার্থী জিপিএ-৫ না পাওয়ায় কমিউনিটির মধ্যে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সে অবস্থার উন্নতি হলেও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় অভিভাবকদের মধ্যে হতাশা রয়েছে।
ফলাফলের ব্যত্যয়ের পেছনে শিক্ষক সংকটকে বড় কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ভাল বাংলা শিক্ষক পাইনি। শিক্ষার্থীদের অনেক সময় ভারতীয় শিক্ষকদের কাছ থেকে বাংলা শিখতে হচ্ছে। তাছাড়া, কিছু শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে আমরা প্রস্তুত মনে করিনি, তবে অভিভাবকদের অনুরোধে সুযোগ দিতে হয়েছে। এর ওপর নিয়মিত শিক্ষার্থীর সংখ্যাও তুলনামূলকভাবে বেশি ছিল।”
অন্যদিকে, উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৯ জন। এর মধ্যে ২১ জন উত্তীর্ণ হয়েছেন এবং অকৃতকার্য ৮ জন।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ জানান, জিপিএ-৫ কেউ না পেলেও ১১ জন শিক্ষার্থী জিপিএ-৪ অর্জন করেছেন। বিজনেস স্টাডিজ বিভাগে ৮ জন এবং বিজ্ঞান বিভাগে ১৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার তার প্রতিষ্ঠানেও ৭২ শতাংশ।
ফলাফল প্রত্যাশিত না হওয়ার পেছনে তিনিও শিক্ষক স্বল্পতাকে দায়ী করেন।
তবে দুই প্রতিষ্ঠান প্রধানই আগামী বছর ফলাফল আরও সন্তোষজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।