Published : 10 Jul 2025, 12:40 PM
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় ‘পারিবারিক কলহের’ জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বায়েজিদ বোস্তামী থানার পাহাড়িকা হাউজিং সোসাইিট এলাকার ভাড়া বাসায় বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফাতেমা বেগম (৩২) তার সামী মো. সুমনের সঙ্গে পাহাড়িকা হাউজিংয়ের আর কে টাওয়ার নামে একটি ভবনে থাকতেন।সুমন পেশায় গাড়ি চালক ছিলেন। ওই ঘটনার পর থেকে সুমন পলাতক আছেন।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এই দম্পতির মধ্যে দীর্ঘদির ধরে ‘ঝামেলা চলছিল’।
“ওই ঝামেলার জেরে স্বামী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে একটি কক্ষে আটকে রাখে।“
পরে সুমন ওই ঘরের গ্রিল কেটে পালিয়ে যায় বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান।